মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার। ২৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৫০১- মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।১৭৮০- বহুতল ভবনে ওঠা-নামার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফট আবিষ্কার হয়।১৭৮৮- নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী হয়।১৮৯৮- প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।১৯৪০- বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।২০০১- পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথগ্রহণ করেন।
জন্ম১৮৮৬- নোবেলজয়ী ব্রিটিশ রসায়নবিদ রবার্ট রবিনসন।১৯০৪- ঔপন্যাসিক সৈয়দ মুজতবা আলী।১৯৬৯- অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন।১৯৭৩- ইতালিয়ান ফুটবলার ফাভিয়ো কানাভারো।১৯৮৯- জার্মান ফুটবল খেলোয়াড় টমাস মুলার।
Advertisement
মৃত্যু১৫৯৮- স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।১৮৭২- জার্মানির একজন বস্তুবাদী দার্শনিক লুডউইগ ফয়েরবাক।১৯১০- বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেন।২০১৩- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন।
এসইউ/জেআইএম