দেশজুড়ে

উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

Advertisement

রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দুর্যোগ জনিত সংকট মোকাবিলা করে উৎপাদন ধারাবাহিকতা বজায় রেখে অচিরেই কৃষি পণ্য রপ্তানি করব। বাংলাদেশ কৃষিতে বহুদূর এগিয়েছে। এখন মাঠ-ঘাট কৃষি সম্পদে ভরে উঠছে।

তিনি আরও বলেন, কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ এবং সংরক্ষণযোগ্য করে তুলতে হবে। দেশে দানাদার খাদ্য উদ্বৃত্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় আমাদের দেশ ছিল খাদ্য ঘাটতির। এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত। দেশে জনসংখ্যার চাহিদা মেটাতে অনেক সময় কিছু পণ্য বিদেশ থেকে আনতে হয়। সেগুলি খুব শিগগিরই আমরা নিজেরা উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করব।

Advertisement

কোনো জমি পতিত না রেখে কৃষিজ পণ্য উৎপাদনের আহবান জানিয়ে তিনি বলেন, সরকার সার বীজ ও প্রয়োজনীয় ওষুধপত্র দোরগোড়ায় পৌঁছে দেবে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/