ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কল্পনা রানী তালুকদার (৫৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
Advertisement
নিহত কল্পনা রানী তালুকদার নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর আবাসন প্রকল্পের বাসিন্দা গিরেন্দ্র চন্দ্রের স্ত্রী। তিনি মানুষের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকার রেলওয়ে নিউকলোনি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে নগরীর পালপাড়ার একটি বাসায় কাজ করে বাসার উদ্দেশ্যে ফিরছিলেন কল্পনা। পথিমধ্যে রেলওয়ে নিউকলোনির সংলগ্ন এলাকায় আসতেই ঢাকা থেকে বলাকা কমিউটার ট্রেন আসতে দেখে রাস্তা পার হবেন কি-না বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এ অবস্থায় রাস্তা পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান কল্পনা রানী তালুকদার।
Advertisement
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, ওই নারীর স্বামী দুইবার স্ট্রোক করায় মানসিক অবসাদে ভুগছিলেন। তার সন্তানও ছিল না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মঞ্জৃরুল ইসলাম/জেডএইচ/