দেশজুড়ে

ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Advertisement

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে প্রায় দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের মো. রফিক (২৭)।

এ ঘটনায় আটকরাসহ পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

Advertisement

পলাতক রোহিঙ্গা দালালরা হচ্ছেন-ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বি ১৫-১৬ নম্বর কক্ষের আবু ফয়েজের ছেলে সাদ্দাম হোসেন (৩০), একই ক্লাস্টারের জি-১২ নম্বর কক্ষের নূর মোহাম্মদের ছেলে শুক্কুর (৩২), ৫৩ নম্বর ক্লাস্টারের এইচ-৩ নম্বর কক্ষের আবদুল করিমের ছেলে নূর হোসেন (২২) ও ৬১ নম্বর ক্লাস্টারের এম-১৩ নম্বর কক্ষের নূর মেহেরের ছেলে আয়াত উল্যাসহ (২৫) অজ্ঞাতনামা ৮-৯ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

Advertisement