দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়েছে।
Advertisement
এ সময়ে মারা যাওয়া ৫১ জনের মধ্যে পুরুষ ২২ ও নারী ২৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৯৩১ জনে।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ হাজার ৯৩১ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৬৮ জন (৬৪ দশমিক ৪৫ শতাংশ) এবং নারী ৯ হাজার ৫৭৩ জন (৩৫ দশমিক ৫৫ শতাংশ)।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
এমইউ/এমএইচআর/জেআইএম