স্বাস্থ্যবিধি মেনেই চলছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস। আজ (রেববার) সকাল সাড়ে ৭টায় মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীরা।
Advertisement
সরেজমিনে দেখা যায়, একজন করে শারীরিক দূরত্ব মেনে স্কুলে ঢুকছেন শিক্ষার্থীরা। এ সময় থারমাল স্কেনার দিয়ে শরীরের তাপমাত্রা মাপছেন গেটে থাকা লোকজন। গেটে দাঁড়ানো শিক্ষকরা ফুল আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান। এরপর একে একে নির্ধারিত ক্লাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
ক্লাস রুমগুলোতে দেখা যায়, প্রতি বেঞ্চে দাগ দিয়ে রাখা স্থানে একজন করে শিক্ষার্থী বসেছে। শ্রেণিকক্ষে থাকা শিক্ষক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিচ্ছেন।
জানতে চাইলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুনতাহিনা মহি রোহা বলেন, দীর্ঘদিন পর দেখা হলেও বন্ধুদের সঙ্গে হ্যান্ডশেক বা কোলাকুলি করতে পারছি না। স্কুলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুব ভালোভাবে। আর স্কুলে এসে মনে হচ্ছে স্বর্গে এসেছি।
Advertisement
স্কুলের সহকারী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক শাখার সমন্বয়কারী মোছা. আাসমা খাতুন বলেন, বিভিন্ন ভাগে ভাগ করে স্বাস্থ্যবিধির সব প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে এনেছি। মাস্ক, থারমাল স্কেনার, আইসোলেশন রুমসহ সব ব্যবস্থা রয়েছে আমাদের।
আরএসএম/এমএসএম/এমএস