ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে ১১ জনসহ মোট ১০৩ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন আরও ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস