কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার সকাল ৯টা পর্যন্ত ৫৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ১৮ জন।
পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৭৩ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৩ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৮ জন।
নতুন করে শনাক্ত ৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরে এক জন, ভেড়ামারা উপজেলায় তিন জন, মিরপুর উপজেলায় তিন জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪২৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ৪৮ জন।
Advertisement
আল-মামুন সাগর/এমএসএম/এমএস