ফিচার

বিভূতিভূষণের জন্ম, শাহ আবদুল করিমের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

১২ সেপ্টেম্বর ২০২১, রোববার। ২৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৮৪৮- সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।১৮৭৮- ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।১৯১৯- অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।১৯২৪- চীনে গৃহযুদ্ধ বাঁধে।১৯৪৩- জার্মানি মুসোলিনিকে বন্দিদশা থেকে মুক্ত করে।১৯৫৯- সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।১৯৮০- তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।১৯৯৫- শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।২০০০- তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।২০০৩- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে ৮ ইরাকি পুলিশকে হত্যা করে।২০০৮- দিল্লিতে সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

জন্ম১৮৮৭- রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।১৮৯৪- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।১৯২৩- অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক।১৯৩১- নিমাইসাধন বসু, বাঙালি ইতিহাসবিদ।

Advertisement

মৃত্যু১৯৮১- ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।১৯৯২- অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।২০০৯- শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।২০১৪- প্রণোদিত প্রজননের জনক ড. হীরালাল চৌধুরী।

দিবসবিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস।বিশ্ব মনোসংযোগ দিবস।

এসইউ/এমএস

Advertisement