জাতীয়

বিহারিক্যাম্পে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর বিহারিক্যাম্পে একটি অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত মদপানে মো. নাঈম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. ফাহিম জানান, বৃহস্পতিবার তার এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেন নাঈম। পরে বমি করলে শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে যায়। পরে শুক্রবার আবারও বমি হলে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ হঠাৎ তার অবস্থা ফের খারাপ হলে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুর বিহারি মার্কেট ক্যাম্পে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। ছয় ভাই ও তিন বোনের মধ্যে নাঈম ছিলেন চতুর্থ।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আলামিন/এআরএ/এএসএম