অর্থনীতি

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করলো এনআরবিসি ব্যাংক

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করলো চতুর্থ প্রজম্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও ‘এক্সেস টু ইনফরমেশন’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান মুজিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা। ব্যাংকের চেয়ারম্যান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এনআরবিসি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গভর্নরের নেতৃত্বে ব্যাংকটি আজ মধ্যবিত্তের সঞ্চয় আর গরিবের ভরসার জয়গা করে নিয়েছে।    অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় ব্যাংকটি হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, স্থানীয় মুদ্রায় রেমিটেন্স বিতরণ, সমাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদান, ইউটিলিটি বিল প্রদানে সহায়তা, ক্লিয়ারিং চেক গ্রহণ, কৃষি ও ক্ষুদ্র ঋণের আবেদন করা, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হবে। এসআই/এসএইচএস/পিআর

Advertisement