দেশজুড়ে

চট্টগ্রামের পরিবহন ধর্মঘট স্থগিত

চট্টগ্রামের পাঁচ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার প্রশাসনের আশ্বাসে পর পরিবহন ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন ফেডারেশনটি। এর আগে বিকালে নগরীর বিআরটিসি এলাকায় সংগঠনের কার্যালয়ে ফেডারেশনের অর্ন্তভুক্ত ৩৬টি সংগঠনের নেতারা বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামের সব রুটে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করবে। তবে দাবি পূরণে আমরা দুই মাস সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি না মানলে এরপর আবার কর্মসূচি ঘোষণা করা হবে।এর আগে পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

Advertisement