সাহিত্য

শরতের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন

Advertisement

শরৎজুড়ে

আকাশ পানে ভেসে চলেসাদা মেঘের ভেলাপল্লিগাঁয়ে কাশের মেলাহাসে সারাবেলা।

বিলের জলে শাপলা-শালুক সদা করে খেলামেঘ রৌদ্রের লুকোচুরি কাটে সারাবেলা।

Advertisement

সবুজ-শ্যামল আমন ধানঢেউয়ে কাটে বেলানদীর পাড়ে শুভ্র হাসিবিলের জলে মেলা।

****

কাশবনে

শরৎ নেমেছে কাশের বনেপ্রকৃতি দিয়েছে সাড়াকাশফুল হেসে বলেআমার দুয়ারে কারা!

Advertisement

প্রজাপতি নেচেনেচে মনের সুখের কয়শরৎ ঘ্রাণে দিশেহারা নেই কোনো ভয়!

মনমাতানো শুভ্র হাসিকাশের বনে দোলারংধনু রঙিন বিকেল ভরা রূপের গোলা।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএসএম