অর্থনীতি

এজেন্ট ব্যাংকেই হবে ই-কমার্স সেন্টার

দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে চালু হয়েছে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। আর এসব এজেন্ট ব্যাংকিংয়ের কেন্দ্রগুলোকে ভবিষ্যতে ই-কমার্স সেন্টার রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।   আতিউর রহমান বলেন, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকগুলো সারাদেশে তাদের ব্যাংকিং নেটওয়ার্ক তৈরির কাজ করছে। গ্রাহক পর্যায়ে দৈনিক সর্বোচ্চ দু’বার পঁচিশ হাজার টাকা করে ৫০ হাজার টাকা লেনদেন করা যায়। স্থানীয় মুদ্রায় রেমিটেন্স বিতরণ, ছোট অঙ্কের ঋণ বিতরণ ও আদায়, সমাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদান, ইউটিলিটি বিল প্রদানে সহায়তা, ক্লিয়ারিং চেক গ্রহণ, হিসাব খোলাসহ বিভিন্ন কাজ এ পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব হচ্ছে সহজেই। এজেন্ট ব্যাংকিং প্রসারের সঙ্গে সঙ্গে আমরা এখন কাজ করছি, এজেন্ট ব্যাংকিংয়ের কেন্দ্রগুলোকে ই-কমার্স সেন্টারে রূপান্তর করা। যার মাধ্যমে গ্রাহকরা বাইরে বসেও দেশে কেনাকাটা করতে পারবে।ইউটিলিটি বিল প্রদানে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো জোরদার করার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর। তিনি বলেন, শহরের জন্য এটিকে আরো কার্যকর করতে চাই। যাতে করে মানুষ ঘরে বসে, মোবাইলের মাধ্যমে সহজেই ইউটিলিটি বিলগুলো পরিশোধ করতে পারে।মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, আমরা অচিরেই মোবাইল ব্যাংকিং কার্যক্রমে এক নম্বর স্থানে চলে যাবো। বিশ্বে এখন আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। আমাদের এখন দৈনিক লেনদেন হচ্ছে ৪শ’ ৫০ কোটি টাকা। আতিউর রহমান বলেন, আগে মানুষ ছুটতো সেবার পেছনে। দিন বদল হয়েছে। এখন সেবাই খুঁজে বেড়ায় মানুষকে। সত্যিই ‘ব্যাংক এখন জনগণের দুয়ারে।’ এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা মানুষের আরো হাতের নাগালে পৌঁছানো সম্ভব হয়েছে।বক্তব্য শেষে গভর্নর এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে ছয়টি ব্যাংককে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া হলো। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও ‘এক্সেস টু ইনফরমেশন’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। এসআই/এসএইচএস/পিআর

Advertisement