দেশজুড়ে

সিলেটে ব্যবসায়ী-মাকের্ট মালিক সংঘর্ষে আহত ৪

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি বিপণি বিতানের মালিক পক্ষের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চায়না মার্কেটের সিঁড়ির নিচে একটি দোকান নির্মাণ করছেন মাকের্টের মালিক নূরু ইসলাম খান। মার্কেটের ব্যবসায়ীরা ওই দোকান নির্মাণ কাজে বাঁধা দেন। এ সময় নির্মাণ কাজ বন্ধ করে এয়ারপোর্ট থানায় একটি জিডি করেন মার্কেটের মালিক নুরু।এরই জের ধরে বৃহস্পতিবার চায়না মার্কেটের মালিক নুরু ইসলাম খান লোকজন নিয়ে ফের ওই দোকানের নির্মাণ কাজ শুরু করেন। একপর্যায়ে বেলা দেড়টার দিকে ব্যবসায়ীরা নির্মাণ কাজে বাঁধা দেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের ব্যবসায়ী মাসুম, আমিনুল ও মার্কেট মালিক নুরু গুরুতর আহত হন। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ শাবু আহত হন। তিনি মালিক পক্ষের লোক বলে জানা গেছে।এ ব্যাপারে বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ ইয়াসিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।চায়না মার্কেটের মালিক নূরু ইসলাম খান বলেন, আমার মার্কেটের সিঁড়ির নিচে একটি দোকান নির্মাণ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীদের একাংশ বাঁধা দেন। তাই আমি বুধবার থানায় একটি সাধারণ ডায়রি করেছি।অন্যদিকে, চায়না মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহি উদ্দিন মাসুদ জানান, মার্কেটের মালিক ব্যবসায়ীদের নিজের স্বার্থে সিঁড়ির নিচে একটি দোকান নির্মাণ করছেন। ওই দোকান নির্মাণ করা হলে রাস্তায় যানজট সৃষ্টি হবে। পাশাপাশি মার্কেটে ক্রেতাও প্রবেশ করবে না। তাই সিঁড়ির নিচে দোকান নির্মাণে ব্যবসায়ীরা বাঁধা দিয়েছেন।ছামির মাহমুদ/এআরএ/পিআর

Advertisement