মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার। ২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৮৫৩- প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।১৮৭৫- সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।১৮৯৫- বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।১৯০৯- ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।১৯৭০- আন্তর্জাতিক ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।১৯৭৩- চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।২০০১- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি ও পেন্টাগনে ১টি বিমান হামলা চালায় আল কায়েদা।২০০৭- প্রথম টি২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।২০১৫- মক্কায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।
জন্ম১৮৬২- ও হেনরি, মার্কিন ছোট গল্পকার।১৮৮৫- ডি. এইচ লরেন্স, ইংরেজ সাহিত্যিক।১৯০৭- কবি সুফী মোতাহার হোসেন।১৯০৮- বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।১৯৫০- শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী।১৯৫৩- শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।১৯৬৯- কনক চাঁপা, বাংলাদেশি কণ্ঠশিল্পী।১৯৭০- কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসংগীত শিল্পী ও লোকসংগীত গবেষক।
Advertisement
মৃত্যু১৯৪৮- মুহাম্মদ আলী জিন্নাহ১৯৫৮- রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।১৯৭১- নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।১৯৮৭- মহাদেবী বর্মা, হিন্দি ভাষার কবি।১৯৮৭- মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।
এসইউ/এমএস