জাতীয়

ময়মনসিংহ মেডিকেলে উপসর্গে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

Advertisement

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার কলমাকান্দার রামিম (২৫), মদনের আলতাবুর রহমান (৭০) ও জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেলের আইসিইউতে পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন রোগী চিকিৎসাধীন আছেন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৩৬০টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/এমএস