শিক্ষা

খুলছে স্কুল, পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছেন প্রধান শিক্ষক

আগামী রোববার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে সরকার। আর স্কুল খুলে দিতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে এজন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

Advertisement

এরই ধারাবাহিকতায় পরিচ্ছন্নতাকর্মী না থাকায় বিদ্যালয় পরিচ্ছন্নতায় কাজ করছেন এক প্রধান শিক্ষক। পুরান ঢাকার নবাবকাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান স্কুল খোলার ঘোষণা আসার পর নিজেই তার প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার কাজ করছেন।

ওই স্কুলে গিয়ে দেখা যায়, সহকর্মী দুই শিক্ষককে নিয়ে ওয়াশরুম, ক্লাসরুম পরিষ্কার করছেন প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। কাজের লোক না থাকায় নিজেরাই করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সব ধরনের প্রস্তুতির উপকরণ হ্যান্ডওয়াশ, জীবাণুনাশক পাউডার, মাস্ক ও অ্যারোসল নিজেই কিনেছেন। কোমলমতি শিশুদের গ্রহণ করতে স্কুলে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তিনি।

নিজেই কেন ওয়াশরুম পরিষ্কার করছেন জানতে চাইলে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কর্মচারী বা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য কোনো শূন্য পদ নেই। তাই শিক্ষার্থীদের গ্রহণ করতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিজেই কাজে হাত দিয়েছি।

Advertisement

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মারণ ভাইরাসটির বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি।

তবে সম্প্রতি করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান।

আরএসএম/এমআরআর/এইচএ/এএসএম

Advertisement