গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ৮৭৮টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের হার নেমে এসেছে ৮ দশমিক ৬৫ শতাংশে।
Advertisement
শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময়ে করোনায় আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
৩৮ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৩২ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।
Advertisement
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।
এমএইচআর/জেআইএম