দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে একজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

Advertisement

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর চারজন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার একজন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০৭ জন। মোট ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন।

Advertisement

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৫৯টি নমুনা পরীক্ষায় ২২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফআরএম/জেআইএম