ফিচার

বাঘা যতীন ও সুকুমার রায়ের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

১০ সেপ্টেম্বর ২০২১, সোমবার। ২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা১৮৯৮- অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।১৯৭৪- পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।২০০২- সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।২০০৮- বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

জন্ম১৮৭২- কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তী ক্রিকেটার ও ভারতীয় রাজা।১৮৮৯- পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক।১৮৯০- অসিত কুমার হালদার, ভারতীয় চিত্রশিল্পী ও রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।১৮৯২- আর্থার কম্পটন, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।১৯২২- ধনঞ্জয় ভট্টাচার্য, বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।১৯৪১- একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান।

Advertisement

মৃত্যু১৭৯৭- মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখক।১৮০৬- ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।১৯১৫- বাঘা যতীন, একজন বাঙালি বিপ্লবী।১৯২৩- সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশুসাহিত্যিকদের একজন।১৯৭৫- জর্জ প্যাগেট থমসন, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।

দিবসআন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস।দারিদ্রের বিরুদ্ধে সাদা ফিতা দিবস।

এসইউ/এমএস

Advertisement