জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৭ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশে যা কিছু প্রথম’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলাদেশ কবে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে?উত্তর : ১৯৮৪ সালে। ২. প্রশ্ন : বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য হয়?উত্তর : কমনওয়েলথ। ৩. প্রশ্ন : বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন কে?উত্তর : আ স ম আবদুর রব। ৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম পিএসসি’র নারী চেয়ারম্যান কে?উত্তর : জেড এন তাহমিদা বেগম।৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে? উত্তর : এম ইদ্রিস।৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পান কে?উত্তর : ড. এ আতিক রহমান (২০০৮)। ৭. প্রশ্ন : বাংলাদেশ প্রথম জাতিসংঘের অস্থায়ী সদস্য হয় কবে?উত্তর : ১৯৭৯-১৯৮০ সালে।৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রেস কোনটি?উত্তর : রংপুর বার্তাবহ (১৮৪৭)।৯. প্রশ্ন : বাংলাদেশে প্রথম চা চাষ হয় কোথায়?উত্তর : মালনী, মৌলভীবাজার।১০. প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে?উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।১১. বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে? উত্তর : লীলা নাগ।১২. প্রশ্ন : কোন দেশ ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের প্রথম?উত্তর : বাংলাদেশ।১৩. প্রশ্ন : দেশের প্রথম স্থাপিত আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায়?উত্তর : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ১৪. প্রশ্ন: বাংলাদেশের কোন নারী প্রথম চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার পান?উত্তর : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০১৫ সাল)।১৫. প্রশ্ন : বাংলাদেশে প্রথম চা চাষ হয় কবে?উত্তর : ১৮৪১ সালে।১৬. প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যাত্রা শুরু করে কবে? উত্তর : ১৯২১ সালে।১৭. প্রশ্ন : বাংলাদেশ প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করে?উত্তর : লসএঞ্জেলস অলিম্পিকে।১৮. প্রশ্ন : জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেওয়া হয় কতসালে?উত্তর : ১৯৭৪ সালে। ১৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী কে? উত্তর : শেখ হাসিনা।২০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি?উত্তর : যশোর।এসইউ/পিআর

Advertisement