দেশজুড়ে

ময়মনসিংহে কাউন্সিলর প্রার্থীর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর নির্বাচনকে ঘিরে বুধবার রাতে এক প্রার্থীর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এসময় কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামসহ আহত হন আরো দুজন। হামলায় নিহত রাবেয়া খাতুন (৬০) পৌরসভার ৩নং ওয়ার্ডের জন্মজয় এলাকার কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের মা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, ভাতিজা ইকবাল হাসান (১৫) এবং ভাগ্নে মো. সোহাগকে (১৯) গ্রেফতার করেছে। আহত কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম জাগো নিউজকে জানান, তার বাড়িতে অপর কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় হামলা চালান। এতে কাউন্সিলর প্রার্থী আজিজুল ও তার মাসহ তিনজন আহত হন। একপর্যায়ে আজিজুলের মা মারা যান। এ ব্যাপারে আনিসুল হকসহ আটক ইকবাল ও সোহাগ দু`পক্ষের মারামারির ঘটনা স্বীকার করে জানান, হামলায় নারীর মৃত্যু হয়নি। রাবেয়া খাতুন নামে ওই মা প্যারালাইজড অবস্থায় বিছানায় ছিলেন। ফলে বর্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আতাউল করিম খোকন/এমজেড/পিআর

Advertisement