ফিচার

ড্রাইভিং লাইসেন্স পেতে করণীয়

ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে ১৮ বছরের উর্ধ্ব হতে হবে। লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে। প্রথমে বিআরটিএ থেকে বা ওয়েবসাইট থেকে আবেদনপত্র ও মেডিক্যাল সার্টিফিকেট ফরম নিতে হবে।এরপর আবেদনপত্রটি নিজ হাতে এবং মেডিক্যাল সার্টিফিকেটটি একজন রেজিস্টার্ড ডাক্তার দ্বারা পূরণ করতে হবে। আবেদনপত্রটি তিন কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ বিআরটিএ অফিসে জমা দিতে হবে। লাইসেন্স করার জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে সংশ্লিষ্ট পোস্ট অফিসে।আবেদনপত্র পাওয়ার পর যথাযথ বিবেচিত হলে কর্তৃপক্ষ তিন মাসের জন্য শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দেবে। এরপর তাদের দেওয়া সময় অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে তিন ধরনের পরীক্ষা নেওয়া হয়।প্রথমত, জিগজ্যাগ টেস্ট, দ্বিতীয়ত র‌্যাম্প টেস্ট ও তৃতীয়ত রোড টেস্ট। এই তিন টেস্টে উত্তীর্ণ হলে আপনার চাহিদামতো লাইসেন্স দেওয়া হবে। তবে ভারী যানবাহন যেমন_ট্রাক, লরি এসবের জন্য লাইসেন্স পেতে হলে অবশ্যই একটি হালকা মোটরযানের লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর পার না হলে ভারী যানবাহনের লাইসেন্সের জন্য আবেদন করা যাবে না।ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে ট্রাফিক সিগন্যাল ও আইন সম্পর্কে জানা জরুরি।লাইসেন্স ১০ বছর পরপর নবায়ন করাতে হবে। তবে পেশাদার লাইসেন্স পাঁচ বছর পরপরই নবায়ন করাতে হয়।যোগাযোগের ঠিকানা : বিআরটিএ, মিরপুর-১০, ফোন : ৯০০৩৬৬৬, ওয়েবসাইট : www.brta.gov.bd

Advertisement