খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৪ জনের।
Advertisement
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনায় মারা গেছেন দুইজন। আর যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৩৯০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ এক হাজার ৬৯৩জন।
Advertisement
আলমগীর হান্নান/ এফআরএম/এএসএম