আগামী ১৭ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপের ছয়টি ম্যাচ আয়োজন করবে স্বাগতিক ওমান।
Advertisement
এ বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়ে পরিপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। তবে সেখানে নতুন মুখ হিসেবে রয়েছেন দুইজন- নেস্তর ধাম্বা ও আয়ান খান। এর বাইরে বাকি সবাই লম্বাসময় ধরেই খেলছেন ওমান জাতীয় দলে। অভিজ্ঞ অলরাউন্ডার জিসান মাকসুদকে দেয়া হয়েছে অধিনায়কত্ব।
যেহেতু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো নিজেদের দেশেই খেলবে, তাই বিশ্বকাপ স্কোয়াডে কোনো রিজার্ভ খেলোয়াড় রাখেনি ওমান। বিশ্বকাপের স্কোয়াডে মোহাম্মদ নাদিম, আকিব ইলিয়াস, খাওয়ার আলি এবং জাতিন্দার সিংয়ের অভিজ্ঞতার ওপর অনেকাংশে নির্ভর করবেন অধিনায়ক জিসান।
স্বাগতিকদের প্রথম লক্ষ্য থাকবে প্রথম রাউন্ডে অন্তত সেরা দুইয়ে থেকে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করা। পাপুয়া নিউগিনি ছাড়া তাদের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই থেকে সবশেষ দল হিসেবে হংকংকে হারিয়ে মূল আসরের টিকিট পেয়েছিল ওমান। আগামী মাসে বিশ্বকাপ মিশন শুরুর আগে ভারতের ঘরোয়া দল মুম্বাইয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। যেখানে দুইটিতেই জিতেছে তারা। ২০১৬ সালের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছে ওমান। যেখানে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম জয়ও তুলে নিয়েছে দলটি।
Advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের স্কোয়াডজিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট ও খুররাম খান।
এসএএস/এএসএম