ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে অপর একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে ৩০ জনের বেশি মানুষ। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
Advertisement
আসাম রাজ্যের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদে নৌকাটি উল্টে যাওয়ার সময় এতে ১২০ জন আরোহী ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সাতরে তীরে উঠেছেন।
স্থানীয় লোকজনও নৌকায় করে নিখোঁজদের উদ্ধারে সহায়তা করছেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় লোকজন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের সহায়তায় আমরা অনেক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি জানিয়েছেন, এখনও ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। দুর্ঘটনাকবলিত নৌকাটি জোরহাট থেকে আসছিল। ব্রহ্মপুত্র নদে সে সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার সঙ্গে এর সংঘর্ষ হয়।
Advertisement
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, লোকজনকে উদ্ধারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিটিএন/এএসএম