দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ তরুণ নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারে বাসচাপায় আবদুর রহিম ও সোহেল নামের দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার বড়কামতা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের আলী মিয়ার ছেলে মো. আবদুর রহিম (৩৫) ও একই উজেলার তেমো গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩২)। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জাগো নিউজকে জানান, সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়কামতা রাস্তার মাথা এলাকায় দাঁড়ানো একটি অটোরিকশাকে অজ্ঞাতনামা একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা রহিম ও সোহেল ঘটনাস্থলে নিহত হন। এসময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। নিহতদের মরদেহ বর্তমানে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। মো. কামালউদ্দিন/এমজেড/এমএস

Advertisement