দেশজুড়ে

৫ ঘণ্টার ব্যবধানে কুয়াকাটা আরও একটি মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ঘণ্টার ব্যবধানে আরও একটি মৃত ডলফিন পাওয়া গেছে।

Advertisement

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন মার্কেটের নিচে ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোহেল মাহমুদ। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও সৈকত রক্ষায় কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের সদস্যদের খবর দেয়া হয়।

এর আগে সকাল ৮টায় গঙ্গামতির তেত্রিশকানি এলাকায় একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন পাওয়া যায়।

সোহেল মাহমুদ জানান, সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। দুপুরের জোয়ারে ডলফিনটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ইউএসএআইডি/ওর্য়াল্ডফিশ বাংলাদেশের (ইকোফিশ-২) অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, সৈকতের গঙ্গামতি পয়েন্টে বুধবার সকালে একটি মৃত ডলফিন পাওয়া যায়। সেটির কলিজা, জিব্বাহসহ বেশ কিছু স্যাম্পেল সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে। এখন যে ডলফিনটি পাওয়া গেছে, সেটা পচে যাওয়ার উপক্রম। তাই দ্রুত মাটি চাপা দিতে হচ্ছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ৫ ঘণ্টার ব্যবধানে দুটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। এটা নিয়ে চলতি বছর মোট ১৯টি মৃত ডলফিন সৈকতে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

এএইচ/এএসএম

Advertisement