খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের।
Advertisement
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনা ও কুষ্টিয়ায় দুইজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৭ জন বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় ১৩ জন, যশোরে ১৭ জন, নড়াইলে ৯ জন, মাগুরায় পাঁচজন, ঝিনাইদহে ৪২ জন, কুষ্টিয়ায় ৪৩ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন ও মেহেরপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ২২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৪০৩ জন।
আলমগীর হান্নান/এফআরএম/এমএস