গরু উড়তে পারে নারাজিব রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার ওপরে বিদ্যুতের তারে একটি পাখি বসে আছে। এক সময় পাখিটি মল ত্যাগ করামাত্র সোজাসুজি তা রাজিবের মাথার ওপর গিয়ে পড়ল।
Advertisement
এটা দেখে রাজিব আশপাশে তাকালেন কেউ দেখেছে কি না, তা বুঝতে। তারপর মনে মনে বলতে লাগলেন, ‘তাও ভালো যে, গরু উড়তে পারে না, আর তারের ওপরও বসতে পারে না।’
****
বিয়ে না করার কারণশান্তা: আচ্ছা, তুমি বিয়েটা করে ফেলছো না কেন? সরফরাজ: আমি আসলে আমার মতোই আদর্শবান একজনকে খুঁজছি। শান্তা: তাহলে সে রকম কাউকে খুঁজে পাওনি? সরফরাজ: তা একজনকে পেয়েছি বৈকি। শান্তা: তাহলে সমস্যা কোথায়? সরফরাজ: আরে, সে তো আবার তার আদর্শের মতোই আরেকজনকে খুঁজছে।
Advertisement
****
সবুজ রঙের টেলিভিশনজিল্লু: আচ্ছা, আপনাদের এখানে রঙিন টেলিভিশন আছে? বিক্রেতা: হুম, আছে। তা কোন কোম্পানির টেলিভিশন দেখাব? জিল্লু: অত কিছু বুঝি না। আমার রঙিন টেলিভিশন চাই। আর যেনতেন রং হলে হবে না। সবুজ রঙের টেলিভিশন দেখান।
এসইউ/এমএস
Advertisement