দেশজুড়ে

কারাভোগের পর ফেরত গেলেন তিন ভারতীয়

অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতীয় তিন নাগরিক। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভারত হিলি ইমিগ্রেশনের ওসি শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন- ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদের রামল গ্রামের ললতা সিংয়ের ছেলে রাজপুত (৩৬), পশ্চিম বঙ্গের দমদমা গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশি রায় (২২) ও দক্ষিণ দিনাজপুর জেলার দাইনুর গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলজান বিবি (৪৫)। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে ১২ বছর, তিন বছর এবং ১১ মাস মেয়াদে সাজা ভোগ করেন। পরে মঙ্গলবার তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম