ফেনসিডিল রাখার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মধ্যপাড়ার শামসুল হকের ছেলে টকলু এবং একই গ্রামের কাছারিপাড়ার উজির আলীর ছেলে শরিফুল ইসলাম। তাদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজি শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে অভিযান চালিয়ে টকলু ও শরিফুলকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় গাংনী থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার তৎকালীন ডিবির ওসি আখতারুজ্জামান তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন চার্জশিট দাখিল করেন। মামলায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
মামলায় কৌশলী ছিলেন- রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষের আতাউল হক আন্টু।
আসিফ ইকবাল/এএইচ/এএসএম
Advertisement