জাতীয়

পণ্য আমদানিতে স্ক্যানার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ

পণ্য আমদানিতে স্ক্যানার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

Advertisement

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা হয়। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাতে যোগ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, কী মালামাল আসছে সেটা স্ক্যানার দিয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কী মালামাল আসছে সেটার তালিকা করার নির্দেশনা ছাড়াও স্ক্যানার বসাতে রাজস্ব বোর্ডসহ অন্যান্য কর্তৃপক্ষকে তিনি নির্দেশনা দিয়েছেন।

Advertisement

পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেন বংশানুক্রমে চাকরি পেতে পারেন সেই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন।

প্রধানমন্ত্রী জানান, পরিচ্ছন্নতাকর্মীরা ভালো কাজ করেন। তিনি তাদের কাজকে সমর্থন করেছেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে (বাড়ি) ভাড়া না নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, শিল্প কিংবা আবাসনের বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে না ফেলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া উপকূলে বাঁধ কেটে যেন চিংড়ি চাষের প্রয়োজনীয় নোনা পানি ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করাতে না পারেন সে বিষয়ে নজরদারি বাড়াতে বলেছেন। পাশাপাশি চিংড়ি চাষে সহায়ক করে বাঁধ তৈরির নির্দেশনা দেন তিনি।

Advertisement

একনেক সভায় সাত হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ দুই হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে।

এসএম/জেডএইচ/এমএস