চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মোতোয়াল্লি পদে নিয়োগ পেয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। এর আগে পদটিতে ছিলেন হেফাজতের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরী।
Advertisement
এছাড়াও মাদরাসায় পরিচালনায় শুরা কমিটিতে নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন- হাটহাজারী মাদরাসার হাফেহ মোহাম্মদ ইয়াহহিয়া, হাটহাজারী মেখল মাদরাসার হাফেজ মাওলানা ওসমান এবং ফটিকছড়ি তালিমুদদিন মাদরাসার মাওলান ওসমান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসাটির শুরা বৈঠক শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, ‘নাজিরহাট বড় মাদরাসায় আজ শুরা বৈঠক ছিল। বৈঠক শেষে সবার মতামতের ভিত্তিতে ফটিকছড়ির কৃতি সন্তান ও হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে মোতোয়াল্লি পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে পদটিতে ছিলেন জুনায়েদ বাবুনগরী। এছাড়াও মাদরাসা পরিচালনায় শুরা কমিটিতে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দেশের কওমি অঙ্গনের অন্যতম বৃহত্তম মাদরাসাটিতে শুরা বৈঠক শুরু হয়। বৈঠক ঘিরে মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘নাজিরহাট বড় মাদরাসায় শুরা বৈঠক ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মিজানুর রহমান/ইএ/এএসএম
Advertisement