দেশজুড়ে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন।

Advertisement

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আর খুলনা, বাগেরহাট, যশোরে একজন করে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ১১, যশোরে ২৭, নড়াইলে ১২, মাগুরায় ৩, ঝিনাইদহে ১৭, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১ ও মেহেরপুরে চারজন শনাক্ত হয়েছে।

Advertisement

আলমগীর হান্নান/এএইচ/জেআইএম