জাতীয়

ভোগান্তি ছাড়াই মিলছে গণটিকার দ্বিতীয় ডোজ

ভোগান্তি ছাড়াই করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিতে পারছেন সাধারণ মানুষ। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

Advertisement

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

টিকার দ্বিতীয় ডোজ নেওয়া আনোয়ার নামে একজন বলেন, আমার দ্বিতীয় ডোজ টিকার তারিখ ছিল ৬ সেপ্টেম্বর। গতকাল টিকা দেয়নি, তাই আজ দিয়েছে। টিকা কার্ড নিয়ে গিয়ে সহজেই টিকা নিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। আজ খুব দ্রুত টিকা দিচ্ছে।

Advertisement

তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা মমতাজ বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে দুইদিন লাইনে দাঁড়িয়েছিলাম। আজ ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এখান থেকে জানানো হয়েছে।

ফেরদৌসী বেগম নামে আরেকজন বলেন, বাসায় কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে লাইনে দাঁড়াতে কোনো সমস্যা হয়নি। তবে সামনে দীর্ঘ লাইন, তাই টিকা পেতে মনে হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।

এমএএস/ইউএইচ/এআরএ/জিকেএস

Advertisement