ধাঁধা :১. ‘আকাশ থেকে পড়ল কল, তার মধ্যে রক্ত। বলতে হবে কি নাম তার?’২. ‘আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙল হাঁড়ি লাগল জোড়া।’৩. ‘আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই জল।’৪. ‘আকাশের বড় উঠান, ঝাড়ু দেওয়ার নেই। এই যে ফুল ফুটে আছে ধরবার কেউ নেই।’উত্তর :১. কালোজাম২. মেঘের ডাক ও বিজলি৩. শিলা৪. তারাএসইউ/এমএস
Advertisement