বিনোদন

সালমান শাহ স্মরণে ভিডিও বার্তায় যা বললেন সাইমন

প্রয়াত নায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান এই অমর নায়ক। তার স্মরণে আজ ফেসবুকে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

Advertisement

সেখানে তিনি বলেন, 'দিনটা ছিল শুক্রবার জুমার দিন। জুমা শেষে সবাই বসে থাকতো বিটিভির সামনে সিনেমা দেখতে। সে আনন্দের মুহুর্তে সারা বাংলাদেশে একটা দুঃখের সংবাদ এলো। ভেসে এলো কান্না, আমাদের সালমান শাহ নেই। তিনি মারা গেছেন। চলে গেছেন পরকালে। সেই দুঃখ ২৫ বছর ধরে আজও বয়ে বেড়াচ্ছি।

সালমান শাহ’র সিনেমাগুলো সেই ৯০ দশক থেকে ২০২১ সাল- প্রত্যেক তরুণ তরুণীর কাছে আজও জায়গা করে আছে ভালাবাসায়, শ্রদ্ধায়।

আমি জানিনা দেশের আর কোনো তারকা এভাবে ভালোবাসা শ্রদ্ধা পেয়েছে কি না। আরও একশো দুইশত বছর পরে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। হয়ে উঠবেন মহা তারকা হয়ে। তার মৃত্যু নিয়ে যে জটিলতা তা এখনও কাটেনি। সালমান ভক্তরা বিশ্বাস করে, তাদের মনে এখনও তিনি আছেন।

Advertisement

আপনি ভালো থাকুন সালমান শাহ, আপানকে আমরা অনেক ভালোবাসি।'

সাইমনের ভিডিও লিংক

এমআই/এলএ/জেআইএম

Advertisement