রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গাছ কেটে শতাধিক শামুকখোল পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
Advertisement
সোমবার (৬ সেপ্টেম্বর) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, রাজশাহীতে জীব ও বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। হারাচ্ছে পাখির আবাসস্থল। আর তাই শামুকখোল পাখিদের আবাসস্থল গাছগুলো না কাটা হয়। তারা পাখি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, এলিযাবল ইয়ুথ ফর ইডুলেশন সংগঠনের নেতা গোলাম নবী রণি, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রিন ভয়েস এর আহ্বায়ক আব্দুর রহিম, ক্ষেতলাল পাখি কলোনির সভাপতি মহাসিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের সামনের কয়েকটি গাছ কেটে ফেলা হয়। এতে শতাধিক পাখি ও ছানা মারা যায়।
ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম