১৩৯৯ খ্রিস্টাব্দের এই দিনে পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমানে উড্ডয়ন করেন।১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে পেরুর জিম্মি সংকট শুরু।১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সংগীত প্রতিভা বিটোফেনের জন্ম।১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মৃত্যু।১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কথাসাহিত্যিক এরস্কিন কডওয়েলের জন্ম।১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও পুঁথি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু।১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক দেবেশ রায়ের জন্ম।এইচআর/এমএস
Advertisement