রাজধানীর মতিঝিল থানার পানির পাম্পের গলি এলাকায় নুর প্রিন্টার্স থেকে অমিত শেখ (২২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ১.৫ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা রেজাউল মিয়া জানান, রাতে নুর প্রিন্টার্সে চার শ্রমিক ঘুমিয়ে ছিল। ছাপাখানার উপরের পাটাতনে তিন শ্রমিক থাকে। অমিত শেখ থাকতো নিচে। সকালে ঘুম থেকে উঠে তারা তাকে দরজার সঙ্গে কালো সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠায়।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে। নিহত অমিত শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জাহিদ শেখের সন্তান।
Advertisement
এমএসএম/জিকেএস