দেশজুড়ে

করোনা: ময়মনসিংহ মেডিকেলে আরও ৫ জনের প্রাণহানি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান।

Advertisement

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার চম্পা (৫০), হোসনে আরা (৫৯), ঈশ্বরগঞ্জের সাইদুল ইসলাম (৪৫), নেত্রকোনার সেতু (২৪)। করোনায় মৃত একজন হলেন-ময়সনসিংহ সদর উপজেলার হোসনে আরা (৫৯)।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি ২৩ হয়েছেন জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মোডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/ এফআরএম/জিকেএস