নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সাতক্ষীরার নলতা আহছানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজ মাঠে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, তারালী ইউপি চেয়ারম্যান ইনামুল হোসেন, আহছানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ প্রমুখ।এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। এরপর সকাল সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গিত পরিবেশন করা হয়। এখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা পরিদর্শন করা হয়।এরপর বেলা ১১টায় জেলা আ.লীগের উদ্যোগে শহরে একটি বিজয়র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনাসভা ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করছে।বিএ
Advertisement