রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ১৯৭১ সালে জামায়াত-শিবির চক্র যেভাবে স্বাধীনতার বিরোধিতা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল ঠিক সেভাবে এখন মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সকল যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু করেছে, কিন্তু ওই বিচার কাজ বানচাল করতে জামায়াত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে, তাদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য জসিম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, আবুল কাশেস রৌশন, মনির হোসেন জান্টু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইলিয়াস মিয়া, শাহিনুল ইসলাম শাহিন, মহিউদ্দীন ফারুকী মুহি, আবু তাহের, জি.এস জাকির হোসেন, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রতন, সাবেক ভিপি চিত্তরঞ্জন ভৌমিক, নুরুর রহমান মাহমুদ তানিম, কৃষক লীগ সভাপতি নির্মল পাল, সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু, তাঁতী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মানিক খন্দকার, জেলা আওয়ামী লীগ সদস্য খাদেম ফিরোজ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ডলি সামাদ, কোতয়ালী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী খোরশেদ, কামাল চৌধুরী, জেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, ফরহাদুল মিজান, জহির উদ্দীন ভুলু, জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাউছার, রবিন, সাকিব, যুবলীগ নেতা পিয়াস, বঙ্গবাসী আবাদ, পাপন পাল প্রমুখ।মো. কামালউদ্দিন/বিএ
Advertisement