রাজনীতি

সাইফুর রহমানকে নিয়ে বিএনপি গর্বিত: মোশাররফ

দলের প্রয়াত নেতা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে বিএনপি গর্ববোধ করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

Advertisement

রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় এম সাইফুর রহমানের কর্মময় জীবন তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রয়াত এ নেতার দ্বাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ ভার্চুয়াল আলোচনা সভা হয়।

সভাপতির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, ‘এম সাইফুর রহমান সাহেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি হিসেবে, পেশাজীবী হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, মন্ত্রী হিসেবে, সর্বক্ষেত্রে তিনি শুধু সফলই নন, দিক নির্দেশনা রেখে গেছেন। বিএনপি তাকে নিয়ে গর্ববোধ করে।’

সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্যসচিব এম কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুকদার দুলু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউস এবং প্রয়াত এম সাইফুর রহমানের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ এম নাসের রহমান প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

কেএইচ/এমকেআর/জিকেএস