মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
Advertisement
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে সকাল থেকে হাওরপাড়ে শিশু থেকে শুরু করে নারী, পুরুষ ও বৃদ্ধসহ হাজারও মানুষ একত্রিত হন। নৌকাবাইচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন রকমের গান আর হইহুল্লড়ের প্রতিধ্বনি। কেউ কেউ আবার ছোট নৌকা নিয়ে প্রতিযোগীদের সঙ্গে ছুটে বেড়ান। এ সময় হাওরপাড়ে উৎসব বিরাজ করছিল।
বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা হক উল্লাহ বলেন, প্রায় ২০ বছর পর নৌকাবাইচ প্রতিযোগিতা দেখছি। এটা তো এখন আর গ্রামাঞ্চলে দেখাই যায় না। যাই হোক মুজিববর্ষ উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
Advertisement
তাহিরপুর থেকে আসা বাসিন্দা বাহার মিয়া বলেন, ছোট বেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বন্ধুরা মিলে দূর-দূরান্তে হেঁটে হেঁটে যেতাম। আজ আমি আর আমার ছোট বেলার বন্ধু তুহিন এসেছি নৌকাবাইচ দেখতে। হয়তো এটাই আমাদের জীবনের দেখা শেষ নৌকাবাইচ প্রতিযোগিতা।
সুনামগঞ্জ থেকে আসা বাসিন্দা রবিন বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা দেখবে বলে ছেলে-মেয়ে বায়না ধরে। তাই তাদের নিয়ে হাওরে চলে এলাম।
সুনামগঞ্জ থেকে বাবার সঙ্গে নৌকাবাইচ দেখতে আসা শিশু রাফি জানায়, অনেক কান্নাকাটি করে আব্বুকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছি। অনেক সময় দেখলাম খুব ভালো লাগছে।
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ জাগো নিউজকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি ওই প্রতিযোগিতা তিনদিন চলবে।
Advertisement
লিপসন আহমেদ/এসজে/জিকেএস