কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামছে ডিফেন্স শক্তিশালী রেখেই। আজ (রোববার) রাত সাড়ে আটটায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিস্তিনের।
Advertisement
জেমি ডে গোলপোস্টের নিচে আস্থা রেখেছেন শহিদুল আলম সোহেলের ওপর। রক্ষণে তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইয়াসিন আরাফাতের সঙ্গে থাকবেন রেজাউল করিম।
মাঝমাঠে জামাল ভূঁইয়ার সঙ্গী সোহেল রানা ও সাদ উদ্দিন। আক্রমণে দুইজন মতিন মিয়া ও রাকিব হোসেন।
এই টুর্নামেন্টে ফিলিস্তিনের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরেছে। আজ ফিলিস্তিন হারলে চ্যাম্পিয়ন ফাইটে থাকবে কেবল বাংলাদেশ ও কিরগিজস্তান।
Advertisement
বাংলাদেশ অন্তত ১ পয়েন্ট পেলেই বেঁচে থাকবে আশা। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে।
প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশ
গোলরক্ষক : শহীদুল আলম সোহেল।ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম।মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন।ফরোয়ার্ড : মতিন মিয়া, রাকিব হোসেন।
আরআই/এমএমআর/জিকেএস
Advertisement