করোনা মহামারির মধ্যে টিকা কার্যক্রম চলাকালে চীনের সিনোভ্যাক ফার্মের ১ কোটি ২০ লাখ ডোজ স্থগিত করেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শনিবার দেশটির ফেডারেল স্বাস্থ্যনিয়ন্ত্রক সংস্থা, আনভিজা, এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
Advertisement
স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, শুক্রবার সাও পাওলোর বায়োমেডিকেল প্রতিষ্ঠান বুতানতেন ইনস্টিটিউট এসব ডোজের বিষয়ে সতর্ক করে। তারা জানিয়েছে, অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়েছে এসব ডোজ। এ ব্যাপারে তারা আরও সতর্কতা অবলম্বন করছে। এর উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখবে তারা।
ব্রাজিলে টিকাদান শুরু হওয়ার পর থেকে অনুমোদিত টিকাগুলোর বেশিরভাগই ছিল সিনোভ্যাকের। এদিকে, শনিবারও দেশটিতে নতুন করে ২১ হাজার ৮০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় একই সময়ে মৃত্যু হয়েছে ৬৯২ জনের। এখন পর্যন্ত সেখানে সনাক্ত করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন এবং এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনের।
এসএনআর/এমএস
Advertisement