দেশজুড়ে

ভোগান্তি ছাড়ছে না দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাক চালকদের

তীব্র স্রোত ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পিছু ছাড়ছে না দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় থাকা ট্রাকচালকদের।

Advertisement

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহী কয়েক শতাধিক ট্রাক অপেক্ষায় থাকতে দেখা যায়।

স্থানীয় ও অপেক্ষায় থাকা চালকরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ নৌরুট। প্রতিদিন এ রুট দিয়ে দেশের ২১ জেলার ছোট-বড় কয়েক হাজার যানবাহন নদী পার হয়। সম্প্রতি নদীতে স্রোত ও অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তের সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন তৈরি হচ্ছে। একই অবস্থা দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় এলাকায়ও। সেখানেও কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন তৈরি হচ্ছে। ফলে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নদী পারের জন্য।

সোনা মিয়া, মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন ট্রাকচালক জানান, গত ২-৩ দিন ধরে পদ্মাপারের জন্য অপেক্ষায় আছেন তারা। কবে পদ্মা পাড়ি দিতে পারবেন কেউ বলতে পারছেন না। দিনের পরি দিন আটকে থেকে নানা ভোগান্তিতে পড়ছেন তারা।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে দৌলতদিয়া ঘাট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস